ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক |
সাম্প্রতিক বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও লামা উপজেলা প্রশাসন সহযোগিতায় এসব খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামি লীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন বিএ, ইউনিয়ন আওয়ামি লীগের সহ-সভাপতি উম্রামং মার্মা, শহিদুল্লাহ মিন্টু ও মাহমুদুর রহমান শুক্কুর,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৫৫০ পরিবার ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ৬০কেজি হার মোট ৪১৮ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত