প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
লামার মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে ৫জন গ্রেপ্তার
পাহাড়ের কথা ডেস্ক |
কক্সবাজার সদরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দিনগত রাতে (১৯ ডিসেম্বর) বান্দরবান জেলার লামা উপজেলার মিরজিরি এলাকাস্থ মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।দুই যুবদল নেতাকে গুলির ঘটনায় ৫জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘‘গত ৯ ডিসেম্বর রাতে শহরের কলাতলী এলাকায় দুর্বৃত্তরা যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে তারা মাতারমুহুরি রিভার ভিউ রিসোর্টে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।” আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সূত্র- শীর্ষ নিউজ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত