বান্দরবান জেলার লামা উপজেলার সরকারি মাতামুহুরী কলেজ কেন্দ্রে এবার ৪ কলেজের মোট ১০৩৩ জন শিক্ষার্থী ইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নিয়মিত ৯৫০ জন ও অনিয়মিত ৮৩ জন রয়েছে। এইচএসসি পরীক্ষার কেন্দ্রের হল সুপারভাইজার ও সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রে লামা উপজেলার ৩টি ও আলীকদম উপজেলার ১টি কলেজের মোট ১০৩৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এর মধ্যে সরকারি মাতামুহুরী কলেজের ৭৮৩ জন (এইচএসসি বিএম সহ), কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ৪৯ জন, হেফাজতুর রহমান ডিগ্রী কলেজের ৩৪ এবং আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৮৪ জন। এছাড়া মোট ৮৩ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।
এদিকে রবিবার পরীক্ষার প্রথম দিন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ ও ফটোকপি, কম্পিউটার দোকান বন্ধ রাখায় বিষয়ে ১৪৪ ধারা জারি করেন তিনি।