লামা প্রতিনিধি |
জলাশয়ে মাছের চাষ বাড়াতে বান্দরবানের লামা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩৮টি পুকুরে রুই জাতীয় মাছের ২২০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, সরকারী ও স্বায়িত্বশাসিত পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এ সময় নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপ-সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল গফুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। সরকার জেলেদের চালসহ বিভিন্ন সহয়তা করে আসছেন। এ ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চলছে।