লামা প্রতিনিধি |
বান্দরবানের লামা উপজেলায় বাড়ীর লোহার গেইট চাপা পড়ে জাইরিন (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মনি (৫) নামের আরও এক কন্যা শিশু আহত হয়। জাইরিন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল জলিল কোম্পানীর মেয়ে।
সূত্রে জানা যায়, আব্দুল জলিলের বাড়ির সামনের উঠানে দুই শিশু খেলছিল। এ পর্যায়ে শিশুরা লোহার গেইটে উঠে খেলতে শুরু করে। এ সময় হঠাৎ গেইটটি খুলে পড়লে দুই শিশু চাপা পড়ে। এতে ঘটনাস্থলে জাইরিন মারা যায় এবং মনি গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত মনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্¦জনেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শামীম শেখ জানান, কারো কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের ব্যবস্থা করতে স্বজনদের বলা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত