
মো. নুরুল করিম আরমান।
বান্দরবান জেলার লামা উপজেলায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দুই গুণী শিক্ষক অংথোয়াইহ্লা মার্মা ও জয়তুন্নাহার বেগম’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তমিজ উদ্দিন, আলীকদম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমেদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মশিউর রহমান আরিফ, মো. রিদোয়ান ও শামীমা আক্তার, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাইফুদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগম ও মহিউদ্দিন সাঈদী, হলি চাইল্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক বাপ্পী দাশ ও কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা তানজিনা। শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো মঈন উদ্দিন বিদ্যায়ী দুই শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদ্যালয়ের শিক্ষক মো. আলমের উপস্থাপনায় বিদায় অনুষ্ঠানে শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা বলেন, এতগুলো বছর ধরে আপনারা যে ধৈর্য, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকেছেন, তার ঋণ শোধ করার নয়। আপনাদের অবসর জীবন হোক সুস্থ, সুন্দর ও আনন্দময়। আপনারা আমাদের মাঝে না থাকলেও, আপনাদের দেওয়া শিক্ষা ও অনুপ্রেরণা চিরকাল আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।