মঙ্গলবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, পরিবেশ অধিদপ্তর এর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ওই কোম্পানীকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এদিকে স্থানীয়রা জানায়, বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে পাহাড় আর গাছ কেটে রাবার ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে একমাত্র পানির উৎস আন্ধারী খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে করে দেয়া হলে এলাকার মানুষ আগামীতে আরো তীব্র পানি সংকটের আশংকা করছে এমন সংবাদ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারের পর বিষয়টি নজরে আনে পরিবেশ অধিদপ্তরের।











প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ