লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে এক ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী খোলার উদ্ভোধন করেন। সোমবার বিকেলে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উসাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনীতে ক্যাম্প ইনচার্জ, বিএনপি নেতা সুমনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
গজালিয়া বাজার মাঠের অনুষ্ঠানে থোয়াইনু অং চৌধুরী বলেন, 'খেলাধুলা একটি সমাজকে প্রাণবান করে। মাঠের এই সবুজ চত্বরে হার–জিত থাকে, উত্তেজনা থাকে, থাকে প্রতিদ্বন্দ্বিতার তাপ। কিন্তু দিনের শেষে জয়ী হয় সৌহার্দ্য, শৃঙ্খলা আর সম্মানবোধ।
খেলায় অংশ নেওয়া মানেই নিজেকে আরও বড় পরিসরে পরিচয় করানো—পরিশ্রম, একাগ্রতা আর দলগত চেতনার মাধ্যমে। আমাদের তরুণ প্রজন্ম যেন মাঠমুখী হয়, নেশা নয়—সুস্থ প্রতিযোগিতায় নিজেদের গড়ে তোলে, সেটাই এই টুর্ণামেন্টের মূল উদ্দেশ্য।
আমি আশা করি, গজালিয়া ইউনিয়নের এই উদ্যোগ আগামী দিনে আরও নতুন প্রতিভা সৃষ্টি করবে, আমাদের সমাজকে যুক্ত করবে নতুন বন্ধনে। সকল খেলোয়াড়কে আমার আন্তরিক শুভকামনা। খেলুন মন খোলা রেখে—ফুটবল হোক আনন্দের উৎস, ভ্রাতৃত্বের সেতু।”
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত