মো. নুরুল করিম আরমান |
গত কয়েক দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভরে গেছে বান্দরবান জেলার লামা উপজেলাস্থ রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালটি। এতে চরম দূর্ভোগে পড়েন এ খালের লাগোয়া পশ্চিম গাজী পাড়া ও দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দারা। অচলাবস্থার সৃষ্টি হয় এ দুই পাড়ার স্বাভাবিক জীবন যাত্রার। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ অবস্থার সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নিজ খরচে বাঁশের তৈরি ভেলায় চড়ে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। প্রবল স্রোতের সময় ভেলায় চড়ে পার হতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়েন পাড়ার শিক্ষার্থী ও বাসিন্দারা।
চরম দুর্ভোগ লাগবে খালের উপর ব্রিজ নির্মাণে সংশ্লিূষ্ট দপ্তরের প্রতি দাবী তুলেন স্থানীয় গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন, বৃদ্ধ আব্দুল কুদ্দুস ও আফজাল হোসেনসহ শিক্ষার্থী মো. ইয়াছিন, আলিফা আক্তার, রাবেয়া আক্তার। তারা বলেন, ‘সরকার আসে, সরকার যায়’ কিন্তু লামা খালের পশ্চিম গাজীপাড়াস্থ পারাপারে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই কারো।
এ বিষয়ে জানতে চাইলে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা খাল পারাপারের বিষয়টি শুনেছি। তায় লামা খালের পশ্চিম গাজী পাড়া এলাকাস্থ ব্রিজ নির্মাণ জরুরী হয়ে পড়েছে। শিঘ্রই ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত