লামা প্রতিনিধি |
উৎসবমুখর পরিবেশে বান্দরবান জেলার লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরস্থ জেলা পরিষদ রেস্ট হাউজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক ফারুক আহমদ। শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলার সেক্রেটারী মো. তৌফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন, কাজী মোহাম্মদ ইব্রাহীম,সভাপতি, বাংলাদেশ জামায়েত ইসলামীর লামা উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ ইব্রাহীম। এর আগে সম্মেলন সফল করার লক্ষ্যে এক মিছিল উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে মো. আকবরকে সভাপতি, মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মো. শাহিনকে সাংগঠনিক সম্পাদক ও মো. মিরাজকে কোষাধ্যক্ষ করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক ফারুক আহমদ বলেন, নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত