মংছিংপ্রু মার্মা, লামা
বান্দরবান জেলার লামা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর ও ফাতেমা পারুল, সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রাণী দাশ, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়া বিশেষ অতিথি ছিলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের কথা’ এর প্রকাশক প্রদীপ কান্তি দাশ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধানগন প্রমুখ।
সভায় ভূমি বিরোধ নিরসন, অবৈধভাবে পাথর, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয় সহ সার্বিক আইন শৃঙ্খলার উপর আলোচনার পর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর আগে লামা পৌর শহরের ময়লা ও বর্জ্য বহনের জন্য পৌর মেয়র মো. জহিরুল ইসলামকে ১টি ডাম্পার গাড়ি সহ চাবি হস্তান্তর করেন, সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত