লামা প্রতিনিধি |
আগারগাঁয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার সচিব মো. জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের এ তফসিল ঘোষণা করেন। তফশীল মতে আগামী ২১ মে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তফশীল ঘোষণার পর পরেই শুরু হয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা। একই সাথে শুরু হয়েছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। এ ধারাবাহিকতায় এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কান্তি দাশ। তিনি পৌর শহরের বাসিন্দা মৃত নিতাই পদ দাশ এর ছেলে। শুধু তায় নয়, সাংবাদিক বান্ধব প্রদীপ কান্তি দাশ অনলাইন নিউজ পোর্টাল পাহাড়ের কথা’র প্রকাশকও বটে।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করে প্রদীপ কান্তি দাশ বলেন, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে জনকল্যাণে কাজ করবো। এছাড়া দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে ছিলাম, উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে যুবলীগ গঠন করেছি। এর আগে ছাত্রলীগের রাজনীতি করেছি। পরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এ সময় যে সকল মানুষের পাশে ছিলাম তাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। প্রার্থী ঘোষণার পর পরেই কর্মী সমর্থকরা কেউ কেউ ছবির সাথে নিজের ছবি বসিয়ে পেস্টুন করে প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে সম্ভাব্য এ প্রার্থী একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের হাট বাজার সহ ভোটারদের দুয়ারে দুয়ারে প্রচার প্রচারণার মাধ্যমে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন, পাশাপাশি দোয়া ও ভোট চেয়ে নিচ্ছেন। এতে ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে জানান সম্ভাব্য প্রার্থী প্রদীপ কান্তি দাশ। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজ সেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। নির্বাচিত হলে দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো। তিনি আরও বলেন, বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ আমাকে উপজেলা নির্বাচন করার সাহস যুগিয়েছেন। তাই আমি উপজেলার জনসাধারণের খেদমত করার জন্য একজন তৃণমূল কর্মী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
এদিকে ভোটার তৈয়বুর রহমান তৈয়ব, রাজিব রক্ষিত, মংছিংপ্রু মার্মা, ইসমাঈল হোসেন সহ অনেকে জানায়, প্রদীপ কান্তি দাশ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিকের সাথে জড়িত। এ সুবাধে এলাকায় বিভিন্ন উন্নয়ন মুলক ও সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখেছেন তিনি। এ হিসেবে তিনি একজন যোগ্য প্রার্থী।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে লামা উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ২১৩ জন। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে লামা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত