নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের স্থাপিত স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন-উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ, কৃষি অফিসার আশরাফুজ্জামান, সহকারি পুলিশ সুপার মাসুম সরদার, থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবু হানিফ, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, বাংলাধেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের নিয়ম-কানুন সম্পর্কে প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদগুলোতে আলোচনার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।












প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ