লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা মাহিন্দ্রা, সিএনজি, অটোরিক্সা, টেম্পু, টেক্সি চালক যাত্রী পরিবহণ বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ১৬১,বা/বান) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নবী হোসেন, ১৫৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মামুন, ১৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আব্দুল ওহাব, ১৬৬ ভোট পেয়ে ক্যশিয়ার নির্বাচিত হয় মো. আশ্রাফ হোসেন, ১৩৬ ভোট পেয়ে লাইনম্যান নির্বাচিত হন মো. আমিন ও ১২৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় মো. ফারুক। শুক্রবার স্থানীয় টাউন হলে সকাল ৯টা থেকে এ নির্বাচন চলে। সমবায় অধিদপ্তর ও স্থানীয় জন প্রতিনিধিরা নির্বাচন পরিদর্শন করেন।