মো. নুরুল করিম আরমান |
তসলিম উদ্দিনকে আহবায়ক ও হরি দাশকে সদস্য সচিব করে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্যজীবি লীগের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির যুগ্ন আহবায়করা হলেন- হেদায়েত উল্লাহ, মনজুর আলম, উথোয়াইপ্রু মার্মা ও সামশুল আলম। এতে শাহা আলম, কালা দাশ, মো. আব্দুর রহিম, মো. আমজাদ, আনন্দ দাশ, সোনা রঞ্জন নাথ, মো. ইউনুছ, রুপন ও বিজয় দাশ সদস্য করা হয়েছে। বান্দরবান জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক অজয় বড়–য়া গত ২০ অক্টোবর গঠিত কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটির নেতৃবন্দরা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন কমিটিকে আওয়ামী লীগের সহযোগি হিসেবে কাজ করার অনুরোধ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
এদিকে গঠিত কমিটি অনুমোদন দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত নতুন আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দলের জেলা শাখার সভাপতি প্রফেসর আল আমিন ও সাধারণ সম্পাদক অজয় বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে নিজেদের দায়িত্ব যথাযথ পালনে সবার কাছে দোয়া কামনা করেন তারা।