লামা প্রতিনিধি |
নানা কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করেছে স্বাস্থ্য কমপ্লেক্স। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুুপুরে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) ‘অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মংপ্রু মার্মা ও ক্যাশিয়ার আব্দুল ছাত্তার, প্রকল্পের পুষ্টি আপা থুক্রাসং মগ ও উএছাইন মার্মা, সিএনএইচপি ক্যক্যসিং মার্মা, তাহুরা আক্তার ও হ্লাখিং মার্মা প্রমুখ অতিথি ছিলেন।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত