মো. নুরুল করিম আরমান, লামা |
স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। এ ধরাবাহিকতায় শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষে বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫জন কোমলমতি মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ক্যপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুরুকপাতা মৈত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার লে. তাশরিফ মাহমুদ লামা উপজেলার অংহ্লারি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে স্কুল
ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন- স্কুলের শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ব্যাগ তুলে দেন। স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও।
বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার লে. তাশরিফ মাহমুদ বলেন, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার জনগন প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবন যাপনে অভ্যস্থ। তায় এসব এলাকার সাধারণ জনগন ও স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্নক সহযোগিতা করে আসছে। এর অংশ হিসেবে লামা ও আলীকদম -এ দুই উপজেলার কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।