মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার লামা উপজেলার কেন্দ্রীয় হেফজখানার নবীন প্রবীন হাফেজদেরকে পাগড়ী প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনাতয়নে কেন্দ্রীয় হেফজ খানা পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ পাগড়ি প্রদান করেন। পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ ও থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন। লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেক’র সঞ্চালনায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহের। এতে চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা ক্বারী নুরস সোলতান, চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মোজাহের আহমদ বিশেষ বক্তা ছিলেন। ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা লামা কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শহিদুল হক টেকনাফ, লামা ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, কোর্ট জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন হেফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত পরিবেশন করেন- লামা কেন্দ্রীয় হেফজখানার প্রাক্তন ছাত্র হাফেজ বাছিত খান সাইদী। দোয়া মাহফিলের পর আলোচনা শেষে অতিথিরা হেফজখানার ৩২ জন ছাত্রকে পাগড়ী পরিধানের পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত