মো. নুরুল করিম আরমান |
বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৪তম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোগ গ্রহণ চলে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোস্তফা জামাল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন- চেয়ার প্রতীকে সংস্থার বর্তমান ভাইস চেয়ারম্যান বাসু দেব পালিত ও প্রজাপতি প্রতীকে কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ বাসু দাশ, ট্রেজারার পদে উড়োজাহাজ প্রতীকে আশু কর্মকার ও মটর সাইকেল প্রতীকে সবুজ চক্রবর্তী। এতে ১ হাজার ৩৮৬ জন ভোটারের মধ্যে ১১০৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফলে প্রজাপতি প্রতীকে বাসু দাশ ৬৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান ও উড়োজাহাজ প্রতীকে ৬৯০ ভোট পেয়ে আশু কর্মকার ট্রেজারার নির্বাচিত হন। এর আগে কোন প্রতিদ্বন্ধী না থাকায় সেক্রেটারী পদে বিপুল নাথ, ভাইস চেয়ারম্যান পদে শ্যামল রুদ্র ও ডিরেক্টর পদে প্রবাল কান্তি দাশ ও স্বরুপ ধর নির্বাচিত হয়েছেন বলে জানান, সংস্থার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ। তিনি বলেন, উৎসবমুখ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং, প্রার্থীদের এজেন্ট ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত