লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় খালের পানিতে পড়ে মো. মোমিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুসলিম পাড়ায় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। মৃত মোমিন মুসলিম পাড়ার বাসিন্দা মো. সোবহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মোমিন বাড়ি সংলগ্ন লামা খালে গোসল করতে যান। এ সময় খালের পানিতে নেমে আর উঠতে পারেনি মোমিন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা মোমিনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে মৃতের পরিবারের বরাত দিয়ে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহা আলম বলেন, মোমিন মৃগী রোগী ছিলেন। তিনি প্রতিবন্ধী ভাতাও পেতেন। শুক্রবার দুপুরে খালে গোসল করতে গেলে রোগটি দেখা দিলে পানিতে পড়ে মোমিনের মৃত্যু হয়।
পানিতে ডুবে প্রতিবন্ধী মোমিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাপনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত