মো. নুরুল করিম আরমান |
গত ৩দিনে বান্দরবান জেলার লামা উপজেলায় বিভিন্ন মামলার পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ফাইতং, আজিজনগর ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার ফাইতং ইউনিয়নের চিয়রতলী বাজার ও আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজারে অভিযান চালানো হয়। এ সময় সিআর-২১৩/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী রুহুল আমিন (৪৫), মাদক মামলার আসামী প্রকাশ বড়–য়া প্রকাশ দুদু (৪০) এবং এর আগে ১৮ অক্টোবর সকালে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী পরিমল (৪৫) ও পলাশ দে (২৪) গ্রেফতার হয়।
পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন মামলার পলাতক আসামী গ্রেফতারে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ৪ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্ত পলাতক অন্য আসামী গ্রেফতারেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মো. শামীম শেখ।