লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে পাচারকালে ৩২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ৩ পাচারকারীকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার আজিজনগর ইউনিয়নের ডিগ্রিখোলা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাইতুশ শরপ কুমিরাঘোনার বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. মনছুর আলম (৫০), বেতুয়াপাড়ার বাসিন্দা আবদু ছালামের ছেলে আইয়ুব আলী (৫৫) ও মছের বাজার পাড়ার বাসিন্দা সফিক আহমদের ছেলে মো. রুবেল (৪৮)।
সূত্র জানায়, উপজেলার গজালিয়া ইউনিয়ন থেকে মঙ্গলবার বিকাল ৪টার দিকে একটি সিএনসি যোগে অভিযুক্ত মনছুর আলম, আইয়ুব আলী ও রুবেল লোহাগাড়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় তারা ডিগ্রিখোলা বাজার এলাকায় পৌছলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে গাড়ির গতিরোধ করে তল্লাশী চালায়। পরে সিএনজি থেকে ৩২ লিটার মদসহ তিন জনকে আটক করে কাছাকাছি আজিজনগর পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, আটক মদ পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।