লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা ব্যাটারি চালিত অটোবাইক টমটম মালিক ও চালক সমবায় সমিতি লিমিটেড' র পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সহ সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, ক্যশিয়ার পদে দুই জন ও সদস্য পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে একজন প্রিজাইডিং, তিন জন সহকারী প্রিজাইডিং, তিনজন পুলিং ও ১১ জন এজেন্ট এর দায়িত্ব পালন করছেন। সমিতির ৮৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভার মেয়র ও প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম এবং নির্বাহী উপদেষ্ঠা মোহাম্মদ কামরুজ্জামান ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনের উদ্ভোধন করেন। ২০১০ সালে সমিতিটি প্রতিষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাতা মার্কায় মোহাম্মদ ইব্রাহিম ও টমটম মার্কায় মো. দুলাল। সাধারণ সম্পাদক পদে চশমা মার্কায় আব্দুল বেলাল ও ফুটনল মার্কায় সাকিব উদ্দিন খায়ের। ক্যশিয়ার পদে হারিকেন মার্কায় মো. ইরাক ও বাঘ মার্কায় জয়নাল আবেদীন শরিফ, সহ সভাপতি পদে মোরগ মার্কায় কাজী ফিরোজ ও প্রজাপতি মার্কায় মো. লোকমান, সদস্য পদে গোলাপ ফুল মার্কায় মো. সাইফুল ইসলাম, মাছ মার্কায় মো. জাহাঙ্গীর ও কাপ পিরিচ মার্কায় মো. সালাহ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান সমিতির নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত