লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেনকে অপসারণের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে মেরাখোলাস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে শতাধিক নারী পুরুুষের অংশ গ্রহণে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা চেয়ারম্যান মিন্টু কুমার সেনের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন- বিএনপি নেতা রবিউল হোসেন ভুইয়া, মোজাম্মেল ও আলী হোসেন প্রমুখ।
লামা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতায় রাতের ভোটে অবৈধভাবে মিন্টু কুমার সেন গত নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন। এরপর থেকেই মিন্টু কুমার সেন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। শুধু তায় নয়, মিন্টু কুমার ে সন চেয়ারম্যান হওয়ার পরিকল্পনায় বিপক্ষীয় প্রার্থীর কর্মীদের মিথ্যা মামলা দিয়ে মানুষকে এলাকা ছাড়া করেছেন। তাই এ মিন্টু কুমার সেনকে চেয়ারম্যান হিসেবে আর দেখতে চান না ইউনিয়নবাসী বরং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা আরও বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই জনতার রোষানল থেকে বাঁচতে গা-ঢাকা দিয়েছেন চেয়ারম্যান মিন্টু কুমার সেন। এতে ইউনিয়নবাসী বহু গুরুত্বপূর্ণ ও জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।