লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় সাংবাদিক ফোরাম’র পূর্ণাঙ্গ কমিটি (১০ ফেব্রুয়ারি) স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের ২য় তলায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে গঠন করা হয়েছে। ১৬ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির সভাপতি হলেন- দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মোঃ ইউসুফ মজুমদার, সহ-সভাপতি দৈনিক চকোরী প্রতিনিধি মো: কামরুল হাসান টিপু, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মো. ফরিদুল আলম বাবলু। সাধারণ সম্পাদক হলেন- দৈনিক সমুদ্র কন্ঠের প্রতিনিধি নূর মোহাম্মদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধি মো.এম জাহিদ হাসান, দৈনিক আমাদের নতুন সময় প্নতিনিধি ইসমাইলুল করিম নিরব, দৈনিক গণকন্ঠ’ প্রতিনিধি .মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক হলেন দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি মোঃ আবুল হাসেম,অর্থ সম্পাদক দৈনিক আজকের দেশ-বিদেশ প্রতিনিধি বিপ্লব দাশ, কার্যনির্বাহী সদস্য হলেন দৈনিক দেশবার্তা প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, দৈনিক সমাচার দর্পন প্রতিনিধি আলমগীর, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি ওহাব,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি অনুপম বড়ুয়া,সাপ্তাহিক অভিযোগ পত্রিকার প্রতিনিধি নুয়ই মার্মা রুহি মনোনীত হন।
উল্লেখ যে, গত ৩০ ডিসেম্বর (২০২২ ইং) বিকেল ৪টায় লামার কুটুমবাড়ি রেস্টুরেন্টের ২য় তলায় সংগঠনের উপদেষ্টা এম রুহুল আমিন, উপদেষ্টা ও লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান এর উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে সকল সদস্যদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি পদে মো. ইউসুফ মজুমদার,সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুর মোহাম্মদ মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম নির্বাচিত হন।