লামা প্রতিনিধি।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন। এসময় তিনি হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীর খোঁজখবর নেন। বুধবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর নির্দেশে লামা ও আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীর সাথে শুভেচ্ছা বিনিময় করছি।এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে রোগীদের আর্থিক সহায়তা করা হয়। এছাড়া হাসপাতাল সমুহের সমস্যা গুলো সমাধানের প্রতিশ্রুতি দেন জেলা পরিষদ সদস্য রিমন।
একই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং এর কর্মরত ১১ জন কর্মচারী জেলা পরিষদ সদস্যকে জানান, যোগদানের পর থেকে তাদের বেতন হচ্ছেনা। সাইফুল ইসলাম রিমন জানান, ইতিমধ্যে তাদের বেতন অনুমোদন হয়েছে। শীঘ্রই তারা বেতন পাবেন। আউটসোর্সিং খাতে কর্মরত কর্মচারীদের ঈদ শুভেচ্ছা দেয়া হয়। এছাড়া লামা হাসপাতালের বিদ্যুতের লাইনের সমস্যার শীঘ্রই সমাধান করার প্রতিশ্রুতি দেন।। তিনি আরো বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ সহ সকল উন্নয়নের বিষয়ে বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ খুবই আন্তরিক।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত