নাজিম উদ্দিন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়ায় ডলু খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পৃথক ৬টি স্হানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা ২লক্ষ ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ড্রাম ট্রাক আটক এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিস্ক্রিয় করে দেয়া হয়।
১১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের বিভিন্ন অবৈধ বালু মহলে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, অভিযোগ পেয়ে চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ২লক্ষ ৫হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত