মো. সেলিম উদ্দীন , লোহাগাড়া |
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় সিএনজি চালিত টেক্সিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে পড়ে মোহাম্মদ শোয়াইব (২১) নামের এক নিহত হয়েছেন। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দীঘিরপাড় এলাকায় ঘটনাটি ঘটে। মো. শোয়াইব লোহাগাড়া সদর ইউনিয়নের মছদিয়া বেপারি পাড়ার বাসিন্দা নাজিমের ছেলেে। এ ঘটনায় আহত হন মো. তারেক নামের মোটরসাইকেল চালক। আহত তারকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীঘিরপাড় এলাকায় সিএনজিচালিত টেক্সিকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলে থাকা আরোহী গাড়ি থেকে ছিড়কে পড়ে গিয়ে ট্রাকের নিচে পড়ে। এতে চালকসহ ২ জনেই গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ শোয়াইবকে মৃত ঘোষণা করেন। পরে আহত তারেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।
মোটরসাইকেল আরোহী শোয়াইবের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।