নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের কমিটিতে সাধারন সম্পাদক করা হয়েছে নাশকতা মামলার আসামী নুরুল কবিরকে। ৪ এপ্রিল এ কমিটির অনুমোদন দেন কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি মোঃ ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক সমশুল ইসলাম। নুরুল কবির উত্তর কলাউজানের বাসিন্দা। ২০১৩ সালে লোহাগাড়া থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার ১১০নং আসামী। ২০১৪ সালে এ মামলায় জেলেও যান তিনি। জেল থেকে বেরিয়ে নুরুল কবির পদ পদবি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন।অভিযোগ উঠেছে, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাক আর্থিক সুবিধা নিয়ে ত্যাগীদের বাদ দিয়ে নুরুল কবিরকে সাধারন সম্পাদক ঘোষনা। বিষয়টি নিয়ে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে ক্ষোভের সৃষ্টি হয়ে সমালোচনার ঝড় বইছে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন জানান, নুরুল কবির জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। নাশকতা মামলার একজন চিহৃিত আসামীকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে এটা আমাদের জন্য অশনি সংকেত। এ ব্যাপারে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি মোঃ ইসহাক বলেন, নুরুল কবির নাশকতা মামলার আসামী এটা আমার জানা ছিলনা। তবে কমিটি অনুমোদনে আর্থিক লেনদেনের বিষয়টি তিনি এড়িয়ে যান। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দীন হিরু বলেন, নুরুল কবির নাশকতা মামলার আসামী বিষয়টি আমি জেনেছি, সাংগঠনিক ভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে অভিযোগ অস্বীকার করে নুরুল কবির বলেন, ষড়যন্ত্রমুলক ভাবে তাকে এ মামলায় আসামী করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত