নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া(চট্রগ্রাম)
লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তাবাচ্ছুম আবিদা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৯জুন(সোমবার) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাবাচ্ছুম দেওয়ানপাড়া এলাকার ছগির আহমদের ছেলে।
স্হানীয় ইউপি সদস্য ওসমান গণি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,শিশু তাবাচ্ছুম সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ীর উঠানের পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশু তাবাচ্ছুমকে দেখতে পান।
স্হানীয়রা দ্রূত উদ্ধার করে পার্শ্ববর্তী এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, গতকাল রবিবার একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা শরফুদ্দিন মিয়াজী পাড়ায় উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছিল।
সিয়াম বড়হাতিয়া মনু ফকিরহাটের ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত