নাজিম উদ্দীন,লোহাগাড়া(চট্রগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে চুনতি বন রেন্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত মোঃ সাকিব হোসেন(২৮) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ সাকিব হোসেনকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বার্তা প্রেরকঃ
নাজিম উদ্দীন
লোহাগাড়া (চট্রগ্রাম)
০১৮৩৫-৬৭৭৩৩৭
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত