নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া(চট্রগ্রাম)।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কালা মিয়া (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
২৩ মে(মঙ্গলবার) রাত ৯টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কালা মিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র।
আধুনগর ইউ পি সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্রগ্রাম অভিমূখী দ্রূতগামী একটি বাস রাস্তা পারাপারের সময় বৃদ্ধকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।
ঘাতক বাসটি ঘটনাস্থলের অদূরে মহাসড়কের পাশে রেখে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্হানীয়রা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দূর্ঘটনার বিষয়টি জানার পর পরই ঘঠনাস্হলে পুলিশ পাঠিয়েছি।ঘাতক বাসটি থানার হেফাজতে রয়েছে।আইনগত ব্যবস্হা নেয়া হচ্ছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত