মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা মুসলিম উদ্দিনের নেতৃত্বে লোহাগাড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টার সময় উপজেলার ৯ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে আমিরাবাদ ইউনিয়ন চত্বরে এসে সমবেত হন, সেখান থেকে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা গেইট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমবেত নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মুসলিম উদ্দীন।
সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা মুসলিম উদ্দিন তার বক্তব্যে বলেন যুবদল এই দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রসৈনিক। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি আমাদের ঐক্য, উদ্দীপনা ও অঙ্গীকারের বার্তা বহন করে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবদল ছায়া হয়ে পাশে থাকবে। যে কোন মূল্যে চট্টগ্রাম ১৫ সংসদীয় আসনটি তারেক রহমানকে উপহার দিতে আমাদের যুব শক্তি বদ্ধ পরিকর।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত