লোহাগাড়ায় ১০ জন নিহত হলেও আলৌকিক ভাবে বেচে যাওয়া কন্যা শিশু টির পরিচয় সনাক্ত করতে সবাই সহযোগিতা করেন।
আজ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন এই শিশু শুধু তার নাম আরাধ্যা বিশ্বাস ও বাবার নাম দীলিপ বিশ্বাস বলতে পারছে। ৬ বা ৭ বছর হবে
চট্টগ্রাম মেডিক্যালের ২৮ নং নিউরো ওয়ার্ডে আছে।
মাথায় আ’ঘা’ত পেয়েছে শিশুটি। তার স্বজনদের দরকার এখন। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন।