
মোঃ সেলিম উদ্দীন, লোহাগাড়া।
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মিজান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।আজ সকাল ৭ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিজান উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার শাহ আলমের এক মাত্র পুত্র।
উল্লেখ্য ১৫ অক্টোবর বুধবার রাত ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আধুনগর ডাক্তার ইয়াকুব মিয়ার ঘাটা এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মিজান ও বাবু ।
আশংকাজনক অবস্থায় মিজান চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ২ দিন পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।