নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া(চট্রগ্রাম)।
চট্রগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিচ ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে থানা পুলিশ।
১৯জুন(সোমবার)ভোর ৩টার দিকে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতী জাঙ্গালিয়া বন রেন্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা সহ মোঃ জাহাঙ্গীর(৪২) কে আটক করা হয়।
আটককৃকত আসামী মোঃ জাহাঙ্গীর(৪২)পাবনা জেলার আমিনপুর উপজেলার রুপপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বাতেনের ছেলে।
লোহাগাড়া থানার এস আই শরীফুল ইসলাম (পিপিএম) জানান,গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের যাত্রী জাহাঙ্গীরের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়েছে।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।