নাজিম উদ্দীন লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২০ লাখ টাকার জালনোট সহ ২প্রতারককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন ভোলা দৌলত খাঁ চরপাড়া এলাকার মোঃ বেলায়েতের পুত্র রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০)।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, আসন্ন রমজানকে সামনে রেখে প্রতারকচক্ররা জালনোটগুলে দেশের বিভিন্ন স্হানে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১ মার্চ বেলা ১২টার দিকে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হানিফ পরিবহন( যাহার রেজি নং চট্টমেট্টো-১৫-৬১৬৭) গাড়িটি থামিয়ে সেখানে দু প্রতারকের হাতে থাকা সবজি বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জালনোট জব্দ করা হয়। এ সময় দু` প্রতারককে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত