নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া।
দক্ষিণ চট্রগ্রামের মাদক সম্রাট খ্যাত লোহাগাড়ার ফোরকান (৪০) ও তার সহযোগী এহসানুল আলমকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৭ ।
২২মে (সোমবার) রাত ১টায় উপজেলার সদর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেয়া তথ্যানুযায়ী স্হান থেকে ৬৪ কেজি গাজা, ৩২৩ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের জোনাবীর পাড়ার মৃত এনায়েত আলী ছেলে ফোরকান ও একই এলাকার এস্তাফিজুর রহমানের ছেলে এহসানুল আলম।
র্যাব সূত্রে জানা গেছে , উপজেলা সদরের একটি ভবনের ৪র্থ তালায় বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য মজুদ করে ক্রয়-বিক্রয় করছিলো ফোরকান। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আসামিদের দেখানো স্থান থেকে ১টি কার্টুন ও ৭টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৬৪ কেজি গাজা, ৩২৩ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএস আই বিল্লাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুজনকে মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত