নাজিম উদ্দিন রানা, লোহাগাড়া প্রতিনিধি|
পাচারকালে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ আর বি ট্রেডার্স নামক একটি কার্গো ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চেক পোস্টে আর বি ট্রেডার্স নামক একটি ঢাকাগামী গাড়িতে (গাড়ি নং-ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪) তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গালগাও গ্রামের বাসিন্দা মো. নুর উদ্দিনের ছেলে মো. ফরিদ মিয়া (২৫) ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সোনারপাহাড় গ্রামের বাসিন্দা মৃত মো. সামশুল হকের ছেলে মো. নুর হোসেন সবুজ (২৭)। এ ঘটনায় লোহাগাড়া থানায় দুইটি পৃথক মামলা যথাক্রমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (মামলা নং ৪১) ও অস্ত্র আইনে (মামলা নং ৪২) মামলা রুজু করা হয়েছে বলে জানান থানা পুলিশের অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা মুহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, আটকরা সংঘবদ্ধ মাদক চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যানার টানিয়ে পর্দার আড়ালে তারা এ ধরণের যানবাহনযোগে অতীতেও দেশের বিভিন্নস্থানে ইয়াবা সরবরাহ করেছে বলে তথ্য পাওয়া গেছে। এমনি করে প্রশাসনের চোঁখে ফাঁকি দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করার নাম দিয়ে বর্ণিত চক্রটি ইয়াবা ও অস্ত্র বহনকালে অবশেষে লোহাগাড়া থানা পুলিশের হাতেনাতে ধরা পড়ে। কক্সবাজার লিংক রোড এলাকা থেকে জব্দকৃত মাদক কক্সবাজারের সহযোগীদের কাছ থেকে গ্রহণ করে ঢাকা মহানগরে অপর সহযোগী চক্রের নিকট পৌঁছে দিতে কার্গোযোগে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কেউ মাদক ছিনিয়ে নিতে চাইলে বা বহনকালে বাঁধা দিলে তাদের প্রতিপক্ষকে আক্রমন করার জন্য অস্ত্রগুলি নিজেদের হেফাজতে রেখেছে মর্মে জানান আটকরা।