1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

শিকড় থেকে শৈল্পিক আসবাবপত্র!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫০১ বার পড়া হয়েছে
 মোহাম্মদ ইলিয়াছ, বান্দরবান (দক্ষিণ)  

সাধারণ কাজগুলো তার যেন মন টানেই না। ছোট কাল থেকেই ব্যতিক্রমী কাজ করতে পছন্দ করতেন তিনি। আর সেই ব্যতিক্রমী কাজ খুঁজতে গিয়ে নতুন শৈল্পিক আসবাবপত্রের আবিষ্কার করে ফেলেন। যেগুলো গাছের শিকড় থেকে তৈরি হয়। বলছি কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের সাবেক মেম্বার আজিজুর রহমানের কথা।

আজিজুর পাহাড়ি শিকড় থেকে তৈরি করা শৈল্পিক আসবাবপত্রগুলো প্রথম দেখাতেই যে কাউকে অবাক করে দেবে। আজিজুর রহমান প্রায় ৮ বছর আগে শখের বসে শুরু করেন শিকড় থেকে আসবাবপত্র তৈরির কাজ। কিন্তু এটি যে তার পেশা হিসেবে পরিণত হবে এবং রীতিমতো দেশে সাড়া ফেলবে কল্পনাও করেননি।

পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আসেন বিভিন্ন গাছের শিকড়। তারপরে শুরু হয় এই শিকড়গুলোকে যন্ত্রপাতি দিয়ে শৈল্পিক আসবাবপত্রে রূপ দেওয়ার চেস্টা করেন। আস্তে আস্তে তৈরি হয় চেয়ার, টেবিল, খাটপালং এমনকি বাসনকোসনও।

সুরাজপুর-মানিকপুর রোডের পাশেই আজিজুর রহমানের বাড়ি। এই বাড়ির আঙ্গিনায় বসে তিনি এই আসবাবপত্রগুলো তৈরি করেন এবং বাড়ির একটি বড় রুমে ভাজে ভাজে সাজিয়ে রাখেন।

আজিজুর রহমান যুগান্তরকে বলেন, চেস্টা করি সবসময় ব্যতিক্রমী কিছু করার জন্য। সেই ব্যতিক্রমী কাজ খুঁজতে গিয়ে কখন যে শিকড় থেকে আসবাবপত্র তৈরি করে ফেললাম বুঝতেই পারিনি। এখন আর কোন কাজ করি না। শুধু শিকড় থেকে আসবাবপত্রই তৈরি করি। বর্তমানে আমার পরিবার চলে মূলত এই পেশার ইনকাম দিয়ে।

আজিজুর রহমান আরো বলেন, সরকার যদি এই ক্ষুদ্র শিল্পের প্রতি একটু সুনজর দেয় তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও এই শৈল্পিক কাজগুলো তুলে ধরতে পারবো।

সুরাজপুর মানিকপুর ইউনিয়নর চেয়ারম্যান আজিমুল হক আজিমও তার ব্যাপারে ভয়সী প্রশংসা করে বলেন, তার সঙ্গে একদিন বিয়ের দাওয়াত খেয়ে ফেরার সময় দেখলাম নদীর পাড়ে তার চোখ গেলো একটি শিকড়ের উপরে।

পরে সে শিকড়টা ঘরে এনে সুন্দর একটি ডাইনিং টেবিল তৈরি করে যেটি রীতিমতো সবাইকে অবাক করে দেয়। শৈল্পিক কাজের প্রতি তার যে ভালোবাসা যদি সে সরকারি বা বেসরকারি কোন সহযোগিতা পায় তাহলে তার এই শৈল্পিকতাকে আরো বৃহৎ আকারে নিয়ে যেতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট