মো. নুরুল করিম আরমান, লামা |
প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক কারু কাজে নতুন রূপ পেয়েছে বান্দরবান জেলার লামা পৌরসভা কার্যালয় ও আশপাশ। আগামীকাল শুক্রবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে পৌরসভা কর্তৃক শিশু পার্কের আদলে গড়া ‘বীর বাহাদুর কানন’, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু কর্ণার, ভেনাস রিসোর্ট, গেস্ট হাউজ, মার্মা, ত্রিপুরা ও মুুরুং সম্প্রদায়ের ঘর এবং তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট -এর শুভ উদ্ভোধন করবেন। পরে মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগদান সহ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র শেষে অনলাইন নিউজ পোর্টাল ‘লামার আলো’ কর্তৃক গুনীজন সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৃহস্পতিবার সকালে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট সহ অন্যসব কারুকাজ পর্যটন শিল্পে যোগ হলো নতুন মাত্র।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত