1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১১ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আলীকদমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে সুফিয়া এবতেদীয়া মাদরাসা নির্ম্মানে ভিত্তিপ্রস্তর স্থাপনে এ্যাডভোকেট এম, এ কালাম… লামা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন থানচিতে খেয়াং নারী হত্যার প্রতিবাদে লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ আলীকদমে জাল সনদ তৈরির দায়ে ফটোকপি দোকান সিলগালা, ২০ হাজার টাকা জরিমানা লামায় জব্দকৃত বালুর নিলাম বন্ধের দাবী জানিয়ে জেলা প্রসাশক বরাবরে আবেদন লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা নির্ধারণ পরিবেশ অধিদপ্তরের থামচিতে এক নারীর লাশ উদ্ধার চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত বৃদ্ধ লামায় টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু লামায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন’র কর্মবিরতি পালন লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন আলীকদমের পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিদারুল আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) এম দিদারুল আলম। তিনিই বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে এ সম্মাননা পান। গত মঙ্গলবার দুপুরে বান্দরবানের অরুন সারকি হলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারটি দিদারুল আলমের পিতা আনোয়ার মিয়া ও ভাতিজি সাবরিনা তাহাত্তম মহুয়া’র হাতে তুলে দেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ অংচালু। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা। এ শুদ্ধাচার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন প্রমুখ।
শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ ৩ এর উপানুচ্ছেদ ৩.৪ অনুযায়ী সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ এ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন এম দিদারুল আলম।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে এম দিদারুল আলম বলেন, উপজেলা পর্যায়ে সকলকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করে দিতে চাই। তিনি এ শুদ্ধারচার পুরস্কার প্রাপ্তিতে নিজ দপ্তরের মেডিকেল অফিসার (এমসিএইচএন্ডএফপি) ডা. বেলাল উদ্দিন আহম্মেদ- সহ সংশ্লিষ্ট কর্মচারীদের সুন্দর টিমওয়ার্ক ও দায়িত্ব পালনে পরিশ্রমের অবদান স্বীকার করেন।
উল্লেখ্য, এম দিদারুল আলম ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে আলীকদমে যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের সাথে এম দিদারুল আলমের ইতিবাচক যোগাযোগের কারণে আসে গতিশীলতা ও স্বচ্ছতা। কমে যায় জনভোগান্তি আর বৃদ্ধি পায় জনসেবার মান। ফলশ্রুতিতে আলীকদম পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীদের মধ্যে একাধিক কর্মচারী জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নানান পুরস্কারে ভূষিত হতে থাকে। পরিবার পরিকল্পনা কার্যালয়কে একটি উন্নত ও সেবামুখী দপ্তরে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন এম দিদারুল আলম।
জানা যায়, এম দিদারুল আলম ১৯৮৭ সালে ইউএফপিএ হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগে পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। ইউএফপিএ হিসেবে রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রথম বারের মতো দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে লামা উপজেলা থেকে আলীকদম উপজেলা পরিবার পরিককল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করে দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট