খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বিরাজ করছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অনুদান বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাদেশে দেশে উন্নয়ন হচ্ছে। বিশ্বে বাংলাদেশের সুনাম বেড়েছে। মানুষের কাজের পরিধি ও, কর্মসংস্থান বেড়েছে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলার শাখার উদ্যোগে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০ পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা আবদুল গনি মজুমদার প্রমুখ অতিথি ছিলেন।