রাঙ্গামাটি প্রতিনিধি |
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, সম্প্রীতির পার্বত্যাঞ্চলে উৎসব হোক শান্তিতে। সোমবার (১৬ অক্টোবর) রাঙামাটি পৌরসভার মিলনায়তনে জেলা শহরের বিভিন্ন মন্দির এবং বিহারে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, কিছুদিনের মধ্যে দুর্গাপূজা শুরু হচ্ছে। এরপর কঠিন চীবর দান শুরু হবে। এ অঞ্চলে উৎসব মানে আনন্দের ভাগাভাগি। পাহাড়ি-বাঙালি সকল জাতিসত্তা এসব উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায়। তবে কিছু উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাস পার্বত্যাঞ্চলের শান্তি বিনষ্ট করে। শান্তির পাহাড়ে অশান্তি সৃষ্টি করে। তাদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর কালায়ন চাকমার সঞ্চালনায় এসময় পৌরসভার মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাসান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরসভাধীন ১৪টি মণ্ডপ ও ২২টি বিহার কমিটির প্রতিনিধির মাঝে ৯ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত