চকরিয়া প্রতিনিধি |
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগ। বুধবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এমরান ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সিকদারের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন- পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের ও সাংগঠনিক সম্পাদক সাকের উল্লাহ সিকদার। এ বিষয়ে পুর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী। একজন মানবতাবিরোধী চিহ্নিত যুদ্ধাপরাধীকে নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা দলের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করতে উপজেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। এই নিউজে নাম দিয়েন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত