মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন শ্রেষ্ঠ গোলরক্ষক রূপনা চাকমার জন্য নির্মিত বাড়ির চাবি তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘরটি রূপনার মা কালাসোনা চাকমার কাছে চাবি হস্তান্তর করে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি.) সৈয়দা সাদিয়া নূরীয়াসহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রূপনার গ্রামের বাসিন্দা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় রূপনা চাকমার মা দ্রুত তাদের বাড়ি সংস্কার করায় প্রশাসনসহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এদিকে রূপনা চাকমা মুঠোফোনে বলেন, এলাকাবাসীর আশীর্বাদে দুর্গম অঞ্চল হতে আমার উঠে আসা, এর পিছনে যারাই আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি বরাবর কৃতজ্ঞতা পোষণ করি। আমাদের গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল সেখানে ঘরের চাল ভেদ করে বৃষ্টির পানি পড়তো, পাকা একটি ঘর পাওয়াতে খুবই ভালো হয়েছে, আমি খুবই আনন্দিত।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। আজ এই ঘরের চাবি রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।