1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম  লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত লামায় পর্যটন কটেজে এক পর্যটকের আত্মহত্যা লামায় পরিবেশ বিধ্বংসী ৬ লাখ ২৭ হাজার গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু আলীকদমে নিজ দোকান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আলীকদমে এক বন্ধুর গুলিতে আরেক বন্ধু নিহত, জিজ্ঞাবাদের জন্য আটক ৪ বন্ধু

সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করে নিলেন লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান | 
২০তম সিঙ্গাপুর জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে দলগত ও একক উভয় বিভাগে স্বর্ণপদক জয় নিলেন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা। আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশের এটাই প্রথম দলগত স্বর্ণপদক অর্জন। এ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপের ৭ জনকে নিয়ে গঠিত হয় বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল। তাদের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী। এ আসরে তিনটি স্বর্ণপদকই অর্জন করে তারা। গত ২৮ মে থেকে ২ জুন ২০২৫ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় এ জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপ। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ১৫টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমদিন ৩টি, দ্বিতীয় দিন ৪টি এবং শেষদিন ৬টি পদক জয় করে। মোট ১৩টি পদকের ১০টি অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো, উটিংওয়াং মার্মা ও মেনটন টনি ম্রো ‘দলীয়ভাবে স্বর্ণপদক জয় করেন। পোমেল হর্স ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করেন মেনটন টনি ম্রো।

অধ্যক্ষ সালেহ আহমেদ আরও বলেন, প্রতিযোগিতার শেষদিন ভল্টিং টেবিল ইভেন্টে উটিংওয়াং মার্মা অর্জন করেন আরেকটি স্বর্ণপদক। জিমন্যাস্ট প্রেনথৈ ম্রো তিন দিনে জয় করে মোট ৫টি পদক, একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল-অ্যারাউন্ড বিভাগে সে অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। এ বিভাগে বাংলাদেশের প্রথম পদক এটি। এছাড়াও রৌপ্যপদক অর্জন করেন, বাংলাদেশ সিনিয়র জিমন্যাস্টিকস দল। ৪ জনের এ টিমে ২ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী রাজীব চাকমা ও উহাই মং মার্মা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট