চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারু।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রবিবার দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।