মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের মালিক হিসেবে যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার ভাই পারভেজ উদ্দিন ওরফে সান্টু এবং আশরাফ উদ্দিন ওরফে বাপ্পি।
গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সীমা অক্সিজেন কারখানায় কলাম বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মামলার বাদী রোকেয়া বেগমের স্বামী আবদুল কাদের ওই অক্সিজেন কারখানায় ১৩ বছর ধরে কর্মরত ছিলেন।
মামলা প্রসঙ্গে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। মামলায় মালিকপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শুরু হবে।