1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক

সীমান্ত দিয়ে গরু পাচার বন্ধ না হলে, সংঘাত আরো তীব্র হবে : নাইক্ষ্যংছড়ি আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শফিউল্লাহ। সভায় বক্তারা উপজেলার সীমান্ত পয়েন্ট গুলি দিয়ে মায়ানমারের গরু পাচার বন্ধ না হলে, ভবিষ্যতে এই গরু পাচারকে কেন্দ্র করে মারামারি,হানাহানি সহ সংঘাত আরো বৃদ্ধি পাবে বলে অভিযোগ করেন। তাই এই মুহূর্তে সীমান্তরক্ষীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।  সভায় বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো:আলম বলেন, গরু পাচার বন্ধ করতে আমাদের সীমান্তের যে সব পয়েন্ট দিয়ে গরু পাচার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসছে ; সেই সীমান্ত পয়েন্টে আরো কঠোর ভাবে নজরদারি বাড়ালে, গরু পাচারসহ সীমান্তের অপরাধ অনেকাংশে কমবে আসবে।

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানি মার্মা বলেন, গত ৯ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা সদর প্রাঙ্গণে ভোক্তভোগী মহল একটি মানববন্ধন করে। যাতে সী-গাল হোটেল সোনাইছড়িতে পাহাড়িদের ভূমি দখল করছে বলে অপপ্রচার চালায় ; মূলতএটি সঠিক নয়। সী-গাল কর্তৃপক্ষ কখনো অবৈধ ভূমি দখলের আগ্রহ দেখায়নি। বরং এলাকার শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ওই বিদ্যালয়ের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে। ঝরে পড়া শিশুরা শিক্ষা লাভের ফলে, শিক্ষার প্রসার ঘটবে।

এই বিষয়ে তিনি আরো বলেন, আমার ইউনিয়নের একজন মেম্বারকে প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হলে, এটি নিয়ে তিনি অপ -প্রচার সহ নানা প্রবাকান্ড ছড়াচ্ছে। চিহ্নিত কিছু মহলের ইন্ধানে বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে লোক জুড়ে করে মানববন্ধনের নামে এসব অযথা ইস্যু তৈরির চেষ্টা করছে। প্রশাসনসহ সকলকে তিনি এই অপপ্রচার থেকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন,জারুলিয়াছড়িসহ আমাদের এলাকায় এখনো,এমন কিছু হেড়ম্যান -কারবারি আছে যারা টাকার বিনিময়ে সরকারি খাস জমি বহিরাগতদের দখল হস্তান্তর করে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। এবং সকল প্রকার অপরাধের বিষয়ে বক্তব্য রাখেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রোমন শর্মা অবৈধ ইট ভাটাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট